১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংক বগুড়া শাখার ম্যানেজার সওগাত আরমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।
আজ বুধবার সকালে দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেন।
জানা গেছে, সওগাত আরমান যমুনা ব্যাংক বগুড়া শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত থাকাকালীন বিভিন্ন সময়ে জালিয়াতির মাধ্যমে অন্যের একাউন্টে ১২ কোটি ১৬ লাখ টাকা স্থানান্তর করেন। পরে সেই টাকা নিজের একাউন্টে স্থানান্তর করে আত্মসাত করেন।
দুদক সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, স্থানীয়ভাবে অভিযোগের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে ম্যানেজার সওগাত আরমান টাকা আত্মসাতের সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। এরপর মঙ্গলবার রাতে ব্যাংকের শাখায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বগুড়া সদর থানা হেফাজতে রাখা হয়। আজ তাকে দুদকের হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে সওগাত আরমানের নামে মামলা দায়ের করেন।
দুদক সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘সওগাত আরমানকে দুদক হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে।’
Leave a Reply