মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তোর আশপাশে বিভিন্ন স্থানে তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ সব বিস্ফোরণের ঘটনায় কেউ নিহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। খবর- এএফপির।
নাম না প্রকাশের শর্তে পুলিশের একজন উচ্চ কর্মকর্তা এএফপিকে বলেন, শনিবার স্থানীয় সময় ভোর চারটার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। আরও তিনটি বোমা অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। এতে এক পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।
বোমা তিনটির মধ্যে একটি বিস্ফোরিত হয় রাজ্য সরকারের এক সচিবের বাড়ির প্রাঙ্গণে। অন্য দুটির একটি অফিসের সামনে এবং সমুদ্রের সৈকতে যাওয়ার প্রধান পথে বিস্ফোরিত হয়। এতে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।
স্থানীয় এক বাসিন্দা জ জ এএফপিকে ফোনে জানায়, বোমা বিস্ফোরণের পর পুলিশ কিছু রাস্তায় চলাচল বন্ধ করে দিয়েছে।
গত বুধবারও মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলীয় শহর ডেশিওতে একটি ব্যাংকে বোমা বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে দুই ব্যাংক কর্মী নিহত ও ১১ জন আহত হয়।
Leave a Reply