নিজস্ব প্রতিবেদক ॥ শিক্ষা মন্ত্রনালয় ঘোষিত ভর্তি নীতিমালায় বয়স অবারিত করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে নিন্মগামী করার প্রতিবাদ জানিয়েছে বরিশাল পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা। একই সাথে যে দক্ষ মানব সম্পদ উন্নয়নে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে যেকোন বয়সে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি বাতিলের আহবান জানিয়েছেন তারা। শনিবার সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে আয়োজিত এক মানববন্ধনে এমন দাবি জানান বরিশাল পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থী বৃন্দ। বরিশাল পলিটেকনিক ইনষ্টিটিউটের সিভিল বিভাগের শিক্ষার্থী মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী সানাউল, যুবায়ের, ছাবাবসহ প্রমুখ। এতে বক্তারা বলেন, পলিটেকনিকে বয়সসীমা নেই এমন আদেশ বাতিল করতে হবে। যে কোন বয়সের মানুষ যদি পলিটেকনিকে ভর্তি হয় তবে আসন অনুযায়ী সাধারন শিক্ষার্থীরা বঞ্চিত হবে। এসময় তারা অনতি বিলম্বে এআদেশ বাতিলের দাবি জানান। অন্যথায় শিক্ষার্থীরা আরো কঠোর আন্দোলনে যাবে বলে হুশিয়ারী দেন।
Leave a Reply