যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা অর্ধকোটি ছাড়াল। রয়টার্সের হিসেব অনুযায়ী, দেশটির প্রতি ৬৬ জনে একজন এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে এ মহামারিতে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ। বিশ্বের মোট মৃত্যুর চার ভাগের এক ভাগই যুক্তরাষ্ট্রে হয়েছে।
করোনা ভাইরাসের কারণে বেশ কয়েক মাস ধরেই বিপর্যস্ত মার্কিনীদের জীবন। নাগরিকদের কিছুটা স্বস্তি দিতে সম্প্রতি একটি নির্বাহী আদেশ প্রদান করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে জনগনকে আর্থিকভাবে সাহায্য করা হবে। এদিকে, জুলাই মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির হার থমকে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। গত এক সপ্তাহে দেশটিতে প্রতিদিন গড়ে ৫৫,১৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সংখ্যা দুই সপ্তাহ পূর্বেকার অবস্থার তুলনায় ১৯ শতাংশ কম।
Leave a Reply