ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এর নির্দেশে মাদক বিরোধী অভিযানে ওসি ডিবি ইকবাল বাহার খানের নেতৃত্বে (১০ আগস্ট সোমবার) দুপুর সোয়া ১টার সময় নলছিটি থানাধীন রায়াপুর বটতলা বাজারে রফিকুল ইসলাম আহমেদ এর দোকানের সামনে রাস্তার উপর থেকে আরমান হক রাজা (৪০) পিতা-মৃত বজলুল হক শেখ মুজিব সড়ক, থানা ও জেলা-ঝালকাঠী কে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও তানিয়া আক্তার(২৫), স্বামী-মোঃ জাহিদ তালুকদার, পিতা-ইলিয়াস বেপারী, পূর্ব চাঁদকাঠী কে ১০০ পিস মোট ৯০০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। এরা বিভিন্ন ধরণের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
ডিবি সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিতিত্তে ওসি ডিবি ইকবাল বাহার খানের নেতৃত্বে একটি টিম পুলিশ পরিদর্শক এনামুল হোসেন,পুলিশ পরিদর্শক মাঈন উদ্দিন,এএসআই শিমুল চন্দ্র রায়,রিপন খান, জালিস মাহমুদ,কনেষ্টবল হুমায়ুন,দীপক চন্দ্র শীল, শাহিন খান ও নারী কনেস্টবল তানিয়া আক্তারসহ রায়াপুর এলাকায় অবস্থান করি। দুপুর সোয়া ১টার দিকে তাদেরকে আটক করি ও তাদের বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্তন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply