বিনোদন: অভিনয় থেকে বিরতি নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বেশ কয়েক মাস তিনি বড়পর্দার ক্যামেরার সামনে দাঁড়াবেন না বলে জানিয়েছেন। কারণ চিত্রজগতে মাত্র তিন বছর হলেও বিরামহীনভাবে কাজ করেছেন তিনি। একে একে তার অভিনীত সাতটি ছবি মুক্তি পেয়েছে। তবে বিরতির পর চমক নিয়েই ফিরবেন বলে জানিয়েছেন ফারিয়া।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তো মানুষ। তাই যন্ত্রের মতো শুধু কাজ করলে ভালো কিছু হয় না। কাজের ক্ষেত্রে বৈচিত্র্যতা খুবই জরম্নরি। নয়তো যে দর্শকদের জন্য কাজ করছি, তারাই কাজটিকে ছুড়ে ফেলে দেবেন। তাই ভাবলাম তিন বছরে সাতটি ছবি করেছি। ঢের কাজ করেছি। চেষ্টা করেছি, পূর্বের অভিজ্ঞতা ও মেধা দিয়ে প্রতিটি ছবিতে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে। সে চেষ্টা সফল হয়েছে। দর্শক প্রচুর ভালোবাসা দিয়েছেন আমাকে। তাদের প্রতি কৃতজ্ঞতা থেকেই এই বিরতি। নতুনভাবে নিজেকে উপস্থাপনের জন্য এই বিরতির কোনো বিকল্প নেই।’
ফারিয়া আরও বলেন, ‘কাজ করতে করতে শারীরিকভাবেও একটা ক্লান্ত্মি এসে গিয়েছে। তাই এখন থেকে পুরোটাই বিশ্রামে আছি। জিমে যাচ্ছি নিয়মিত। আর ২ মে থেকে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। এজন্য এখন থেকেই রেজাল্ট ভালো করার জন্য জোরেশোরে প্রস্তুতি নিচ্ছি। কারণ আমার পরিবারে পড়াশোনার গুরম্নত্ব সবচেয়ে বেশি। আজীবন তো চিত্রনায়িকা থাকব না, তখন এই পড়াশোনা খুব কাজে দেবে বলে আমি মনে করি।’
তবে ফারিয়া ভক্তদের নিরাশ হওয়ার কিছু নেই। কারণ তিনি বড়পর্দা থেকে বিরতি নিলেও ছোটপর্দা ও মডেলিংয়ে টুকটাক কাজ করবেন বলে জানিয়েছেন। এ নিয়ে তার ভাষ্য, ‘ছোটপর্দায় ব্যতিক্রমী কোনো শোয়ের অফার এলে উপস্থাপনা করার ইচ্ছে আছে। তা ছাড়া একসময় নিয়মিত টিভিসি করেছি। এই অবসর সময়ে ভালো কোনো পণ্যের বিজ্ঞাপনের প্রস্ত্মাব পেলে সেটাও করতে পারি। কারণ এসব করতে খুব বেশি সময় আর পরিশ্রম লাগে না।’
এদিকে ফারিয়া এখন ইউটিউব চ্যানেল বায়োস্কোপের জন্য একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান উপস্থাপনা করছেন। এর নাম ‘মা ভার্সেস বউ’। এই অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা তথাকথিত রান্না বা টক শোর মতো নয়। এখানে মা ও বউ কে নিয়ে হাজির হন একজন ছেলে। সব সময় আমরা তারকা পরিবারকে অতিথি হিসাবে আনছি না। আমরা গুরম্নত্ব দিচ্ছি একটি পরিবারের সম্পর্কের গভীরতা, গল্প ও ট্রাজেডির ওপর। হয়তো কোনো পরিবারের মা ও বউয়ের মধ্যে চমৎকার সম্পর্ক, আবার কারও ক্ষেত্রে টক-মিষ্টি সম্পর্ক। এমন পরিবারও আসে যাদের মধ্যে সম্পর্ক একদম ভালো নয়। আসলে এসব পরিবার নিয়ে অনুষ্ঠান করার কারণ হলো- এ ধরনের পরিস্থিতিতে কী করণীয় হতে পারে তা জানাতে চাই দর্শককে।’
তিনি আরও বলেন, ‘এই অনুষ্ঠানটি করার আরও একটি উদ্দেশ্য আছে। আর তা হলো- সেসব মহিলারা ভারতীয় সিরিয়ালেরর প্রতি আকৃষ্ট তারা যাতে আস্ত্মে আস্ত্মে আমাদের দেশীয় অনুষ্ঠানও যতœ নিয়ে দেখেন।’
Leave a Reply