বিনোদন: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। দীর্ঘ ক্যারিয়ারে তাকে কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। তবে ক্যারিয়ারের শুরু থেকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে আসছেন তিনি। কিন্তু মনের মতো চরিত্র না পাওয়া এবং মাঝে চলচ্চিত্রের খারাপ অবস্থার কারণে চলচ্চিত্রে অভিনয় করা হয়নি বলে জানান এই অভিনেত্রী। এখন দু’বাংলায়ই সুস্থ ধারার অনেক ছবি নির্মাণ হচ্ছে। দীপাও চলচ্চিত্রে অভিনয়ের জন্য আগ্রহী হয়েছেন।
তারই ধারাবাহিকতায় ওপার বাংলার পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের ‘ভাইজান’ চলচ্চিত্রে প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন। তার বিপরীতে দেখা যাবে ওপার বাংলার শান্তি লাল মুখোপাধ্যায়কে। গতকাল দীপা খন্দকার নিজেই এই চলচ্চিত্রে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন। আগামি ৩রা মার্চ থেকে কলকাতায় ছবিটির শুটিং শুরু হবে। দীপা বর্তমানে ছবিটির প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। দীপা বলেন, প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করবো এটি আমার জন্য অনেক আনন্দের। সত্যি বলতে অনেক দিন এমন একটি চরিত্রের জন্য অপেক্ষা করেছি। চরিত্রটি আমার মনের মতো হওয়ায় অবশেষে চলচ্চিত্রের খাতায় নাম লিখিয়েছি। আমি আশা করছি দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করবেন। তবে চরিত্রটি সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। এটি দর্শকের জন্য চমক রইলো। দীপা ছাড়া এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় নায়ক শাকিব খান। তার বিপরীতে থাকছেন ওপার বাংলার শ্রাবন্তী ও পায়েল সরকার। চলচ্চিত্র নিয়ে দীপা খন্দকার তার পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, আমি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতে চাই। বাণিজ্যিক কিংবা আর্ট ফিল্ম বলে চলচ্চিত্রকে ভাগ করতে চাই না। আমার কাছে চরিত্র গুরুত্ব পাবে। আমাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারবে এমন চরিত্র পেলে যেকোনো চলচ্চিত্রে কাজ করতে আমি আগ্রহী।
Leave a Reply