বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেছেন ২,৭৪৯ জন এবং নারী মারা গেছেন ৭২২ জন।
শতাংশ বিবেচনায় পুরুষদের মৃত্যুর হার ৭৯.২০ শতাংশ এবং নারীদের মৃত্যুর হার ২০.৮০ শতাংশ।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। সরকারি হিসাবে এ পর্যন্ত বাংলাদেশে মোট মারা গেছেন ৩৪৭১ জন।
বাংলাদেশে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে
বাংলাদেশে করোনাভাইরাসে যত মানুষ শনাক্ত হয়েছেন, তাদের ৬৪.৭ শতাংশ ঢাকা বিভাগের বাসিন্দা।
১০ই অগাস্ট পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ১৪.৪ শতাংশ, রাজশাহী বিভাগে ৫.০৫ শতাংশ, সিলেটে ৩.২ শতাংশ, রংপুরে ২.৭ শতাংশ, বরিশালে ২.৫ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১.৯ শতাংশ আক্রান্ত শনাক্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই তথ্য জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
আইসিডিডিআরবি এবং আইইডিসিআরের সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, ঢাকার নয় শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। জরিপের ফল দিয়ে একটি মডেল দাঁড় করালে দেখা যায়, ঢাকার প্রায় ১৬ লাখের বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত।
জরিপে দেখা যাচ্ছে, কোনো ধরনের উপসর্গ নেই এমন পরিবারেও সংক্রমিত ব্যক্তি রয়েছেন।
সূত্র : বিবিসি
Leave a Reply