গৌরনদী প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের একটি বস্তার গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গোডাউন মালিক দাবি করেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, টরকী বন্দরের ছাগলের হাট সংলগ্ন বাবুল হাওলাদারের গোডাউনে বিদ্যুতের শর্টসার্কিট থেকে গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয় লোকজনের সহযোগিতায় গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। এতে বাবুল হাওলাদারের গোডাউন ও ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গোডাউন মালিক বাবুল হাওলাদার জানান, গোডাউনে কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের বস্তা মজুত ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গৌরনদী থানা পুলিশের ওসি গোলাম ছরোয়ার জানান, আগুনের খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সহায়তা করেন। অগ্নিকা-ে হতাহতের ঘটনা ঘটেনি। গোডাউনের মালামাল পুড়ে গেছে।
Leave a Reply