বরগুনা প্রতিবেদক ॥ বরগুনার পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের বাদুরতলা খালের পাড় থেকে তিনটি হরিণের চামড়া জব্দ করেছে কোস্টগার্ড। তবে কাউকে আটক করতে পারেনি তারা। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান এ তথ্য নিশ্চিত করেন। চামড়াগুলো জব্দ করা হয়। মেহেদি হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনগত রাতে বাদুরতলা খালের পাড় থেকে প্লাস্টিকের একটি ব্যাগ থেকে হরিণের তিনটি চামড়া জব্দ করা হয়। কিন্তু অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই পাচারকারীরা চামড়াগুলো ফেলে রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চামড়া তিনটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply