অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যার ঘটনায় ওসি প্রদীপ কুমার দাশ ও ইন্সপেক্টর লিয়াকতসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। আজ সোমবার সকালে জেলগেটে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু হয়।
এর আগে গতকাল রোববার ঘটনাস্থলে গণশুনানি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা। টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের কার্যালয়ে এই শুনানি হয়। এদিন প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সরাসরি হত্যার দিনের ঘটনা শোনেন তদন্ত কমিটির সদস্যরা।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ নিহতের ঘটনায় গত ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এরপর গণশুনানির জন্য ১২ আগস্ট সন্ধ্যায় গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
এ ঘটনায় নিহতের বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদী হয়ে গত ৫ আগস্ট টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরির্দশক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে র্যাবকে।
Leave a Reply