নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন এর মাতা প্রয়াত লুৎফুন্নাহার বেগমের ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোআ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া হাফিজিয়া, এতিমখানা ও লিল্লাহ বোডিং মাদ্রাসায় কোরআন তেলওয়াত এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আল-মামুন, বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের নেতা মাহাদ প্রমুখ। দোআ মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
Leave a Reply