বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ প্রভাষক মামুন আহমেদ’র ছেলে নলশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র কৌশিক আহমেদ রুদ্র জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭’র পল্লীগীতিতে জাতীয় পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি এ্যাডভোকেট মো. আবদুল হামিদ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ অনুষ্ঠানে কৌশিক আহমেদ রুদ্র’কে মেডেল,১০ হাজার টাকার চেক ও সনদ প্রদান করেন। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী মো. মোতাহার হোসেন এমপি, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের সচিব মো. আসিফ-উজ-জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি প্রমূখ। প্রসঙ্গত রুদ্র এবছরও একই বিষয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জেলা ও বিভাগে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করতে যাচ্ছে। এদিকে প্রেসক্লাব’র কোষাধ্যক্ষ ও মসজিদবাড়ি আলিম মাদরাসার প্রভাষক মামুন আহমেদ এবং নলশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোনিয়া শারমিনের একমাত্র পুত্র কৌশিক আহমেদ রুদ্র পল্লীগীতিতে জাতীয় পুরস্কার পাওয়ায় বানারীপাড়া প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ রুদ্রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply