উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে কালিহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি জরাজীর্নের শীর্ষে। শত বছরের পুরাতন টিনসেট ভবনটির দেয়াল ধষে পরে দুর্ঘটনার আশঙ্কায় শিক্ষার্থী ও অভিবাবকরা। ৩ রুম বিশিষ্ট টিনসেট স্কুলটির দেয়ালের বিভিন্ন স্থানে ফেটে চৌচির হয়ে গেছে। এছাড়াও বিদ্যালয়ের পিছনে পুকুরের পার ভেঙ্গে পানিতে ছুই ছুই অবস্থা হয়েছে। যে কোন সময় স্কুলটি দেবে যাওয়ার আশঙ্কা রয়েছে। নির্মানের পর আজ পর্যন্ত কোন সংস্কার বা মেরামতের কাজ হয়নি। একারনে জরাজীর্ন অবস্থায় থাকা ওই স্কুলে কোমলমতি শিক্ষার্থীরা ক্লাস করতে পারছেনা। করোনার প্রভাব শেষে শিক্ষা-প্রতিষ্ঠান খোলার পরে কিভাবে ক্লাস করবে এ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী, অভিবাবক ও শিক্ষকরা। এ শঙ্কা থেকে মুক্ত হতে দ্রুত নতুন ভবন নির্মানের দাবী জানিয়ে উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
এব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য আব্দুস সালাম সরদার জানান বহু পুরতান জরাজীর্ন স্কুলটি বর্তমানে ঝড় বৃষ্টির কারনে আরো বেহাল দশায় পরিনত হয়েছে। কোন ভাবেই ক্লাস করার সুযোগ নেই। কতিপয় অভিবাবকরা জানান সন্তানদের স্কুলে পাঠিয়ে প্রতিনিয়ত তাদের আতঙ্কে থাকতে হচ্ছে। তাদের সন্তানকে অনত্র ভর্তি ছাড়া কোন উপায় খুজে পাচ্ছেননা তারা। প্রধান শিক্ষক আজিজুর রহমান জানান ঝুকিপুর্ন স্কুলটিতে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে কোনক্রমেই ক্লাস করার পরিবেশ নেই।
Leave a Reply