নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের কৃতি সন্তান কাস্টমস কমিশনার ড. মো. মতিউর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৬ আগস্ট) তার একাধিক সহকর্মী এ তথ্য নিশ্চিত করেছেন। কমিশনার মতিউর রহমানের সহকর্মীরা জানান, কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করানো হয়। পরে ২০ আগস্ট করোনা সনাক্ত হয়। বেশি অসুস্থ হলে তাকে আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আরো জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে প্লাজমা দেওয়া হচ্ছে। তার রক্তের গ্রুপ এবি পজেটিভ। বিসিএস (কাস্টমস ও ভ্যাট) অ্যাসোসিয়েশন থেকে এবং ব্যক্তিগতভাবে সহকর্মীরা চিকিৎসার খোঁজ রাখছেন। সুস্থতায় তিনি সকলের দোয়া চেয়েছেন। ড. মো. মতিউর রহমান সর্বশেষ বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)-মূল্য সংযোজন কর শাখা এর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২২ সালের ৬ আগস্ট পর্যন্ত লিয়েন ছুটিতে রয়েছেন। লিয়েন ছুটিতে তিনি চীনের একটি কোম্পানিতে কর্মরত রয়েছেন। ড. মো. মতিউর রহমান ১ জানুয়ারি ১৯৬৬ সালে বরিশালের মুলাদী উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম কম (ফাইন্যান্স) পাস করেন। পরে এমবিএ এবং পিএইচডি ডিগ্রী লাভ করেন। ব্যক্তিগত জীবনে এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তার সহধর্মিনী লায়লা কানিজ বিসিএস (শিক্ষা) ক্যাডারের সদস্য এবং বর্তমানে সহযোগী অধ্যাপক।
Leave a Reply