মার্কিন শ্বেতাঙ্গ পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলা কৃষ্ণাঙ্গ যুবকের হাতকড়া অবশেষে খুলে দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় উইসকনসিনের কেনোসা শহরে পুলিশের গুলিতে গুরুতর আহত হয় জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ। তাকে পেছন থেকে কয়েকবার গুলি করে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। জারি হয় কারফিউ। বিক্ষোভের তৃতীয় দিন মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত ও একজন আহত হয়। গুলির ঘটনায় ১৭ বছরের এক শ্বেতাঙ্গ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কেনোশা পুলিশের দাবি, জ্যাকবের বিরুদ্ধে আগে থেকেই পরোয়ানা রয়েছে। তাই আইন মেনেই হাসপাতালের বিছানায় তাকে হাতকড়া পরানো হয়েছিল।
শুক্রবার আহতের আইনজীবী প্যাট্রিক ক্যাফার্টি জানান, জ্যাকবের হাতকড়া খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া আগের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। তবে এর বেশি বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে, পুলিশের সাতটি গুলিতে চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলেছেন জ্যাকব। তিনি ভবিষ্যতে আর কখনো হাঁটতে পারবেন কিনা, সে ব্যাপারে এখনই কিছু বলতে পারছেন না চিকিৎসকরা।
Leave a Reply