ইউসুব হোসেন সৈকত, মেহেন্দিগঞ্জ ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের মাঝে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ১ ও ৮নং ওয়ার্ডের ২টি কেন্দ্রে চাউল বিতরণের উদ্বোধন করা হয়েছে। ১৮ ও ২০ই মার্চ সকাল ৯টায় এই কার্যক্রমের উদ্বোধন করেছেন ৪নং উলানিয়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লিটন। এসময় উপস্থিত ছিলেন টেক অফিসার উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, উলানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজারুল ইসলাম, ডিলার হুমায়ন খলিফা, ডিলার জগলুর রহমান বাদল, ইউপি সদস্য আব্দুর রব ঢালী। উদ্বোধনকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আমার ইউনিয়নে ৮ জন ডিলার নিয়োগ করা হয়েছে ১নং ওয়ার্ড নয়াখালী কালিতলা বাজার ও ৮নং ওয়ার্ড লালগঞ্জ বাজার ২টি কেন্দ্রে ১২০৪ জন কার্ডধারী হতদরিদ্রের মাঝে ১০ টাকা কেজি ধরে চাউল বিতরণকালে তিনি বলেন, উলানিয়া মেঘনা নদীর ভাঙ্গন কবলিত এলাকার হতদরিদ্র কার্ডধারী মানুষগুলো ১০ টাকা ধরে ৩০ কেজি চাউল ৩শত টাকায় পেয়ে মহখুশি। বর্তমান সরকার ঘোষিত ১০ টাকায় চাউল বিতরণ ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান।
Leave a Reply