গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদে মঙ্গলবার সকালে ছাত্রলীগ নেতা হায়দার আলী হাওলাদারের নেতৃত্বে ৫০/ ৬০ জন নেতাকর্মী হামলা চালিয়ে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নুর আলম সেরনিয়াবাতকে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও একাধিক ইউপি সদস্য জানান, স্থানীয় বাকাই বাজারে এক সালিস বৈঠকে খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মহব্বত আলী হাওলাদারের সঙ্গে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নুর আলম সেরনিয়াবাতের কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মহব্বত আলীর ভাতিজা হায়দার আলী হাওলাদারের নেতৃত্বে ৫০/৬০ জন সমর্থক ইউনিয়ন পরিষদে হামলা চালায়।
চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত অভিযোগ করে বলেন, ৭দিন আগে এক সালিস বৈঠকে সাবেক ইউপি সদস্য মহব্বত আলী হাওলাদারের সঙ্গে আমার বাকবিতান্ডা হয়। ওই ঘটনার জের ধরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে হায়দার আলী হাওলার ও তার সমর্থকরা গতকাল সকালে পরিষদে ঢুকে বিশৃংখলা সৃষ্টি করে। ছাত্রলীগ কর্মী বেল্লাল হোসেন হাওলাদারের কাছে জানতে চাইলে হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের গ্রামের মুরুব্বি ও আমার চাচা মহব্বত আলী হাওলাদারকে চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত নাজেহাল করেছে। আমরা বিষয়টি সম্পর্কে জানতে ও প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যান আমাদের সাথে বাক-বিতান্ডায় জড়িয়ে পড়ে। পরে আওয়ামী লীগে নেতারা মিমাংসার আশ্বাস দিলে আমরা ফিরে আসি।’
Leave a Reply