মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু দুই দিনের সফরে আজ বরিশাল আসছেন অতিথি গ্রুপ অব কোম্পানির এমডি লায়ন সাইফুল ইসলাম সোহেল  পিরোজপুর ভান্ডারিয়ার যুব মহিলা লীগ নেত্রী জুথি গ্রেফতার গৌরনদীতে তিন দফা দাবি আদায়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমানসহ বিএনপি নেতারা খালাস পাওয়ায় গৌরনদীতে আনন্দ মিছিল বরিশালের বাকেরগঞ্জসহ চারটি থানা এবং উপজেলায় নাগরিক কমিটি গঠন   আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা অনেকেরই ভালো লাগেনা-এম. জহির উদ্দিন স্বপন তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর
বরিশাল বিভাগে আক্রান্ত কমে দাড়ালো ১৬৪৪ জনে

বরিশাল বিভাগে আক্রান্ত কমে দাড়ালো ১৬৪৪ জনে

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে সুস্থতার গড় বেড়ে যাওয়ায় ক্রমশই কমছে আক্রান্তের সংখ্যা। তথ্য বলছে, কোটি মানুষের আবাসস্থল বরিশাল বিভাগের ছয় জেলা মিলিয়ে গতকাল পর্যন্ত এক হাজার ৬৪৪ জন করোনা রোগী রয়েছেন। মৃত্যুবরণ করেছেন ১৫৯ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, বিগত ২৪ ঘন্টায় বিভাগে ৪০ জনের করোনা পজেটিভ এসেছে। বিপরীতে ৬৩ জন সুস্থ হয়েছেন। একইসাথে করোনা পজেটিভ কেউ মারা যাননি। বিভাগে করোনা ডেডিকেট একমাত্র চিকিৎসাকেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ছয়টি জেলা এবং ৪২টি উপজেলার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে আইসোলেশনে এখন পর্যন্ত সেবা নিয়েছেন দুই হাজার ৬৮০ জন। ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ১৯১ জন।
স্বাস্থ্য দফতর বলছে, বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর। সেদিন থেকে গতকাল (৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার পর্যন্ত ১৭৩ দিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৭০৬ জন। যারমধ্যে বরিশাল জেলায় নতুন ১৮ জনসহ তিন হাজার ১৯০ জন, পটুয়াখালী জেলায় নতুন ৮ জনসহ এক হাজার ৩৩০ জন, ভোলা জেলায় নতুন একজনসহ মোট ৬৬৯ জন, পিরোজপুর জেলায় নতুন করে কেউ শনাক্ত হননি। ফলে এ জেলায় মোট আক্রান্ত সংখ্যা রয়েছে ৯৯৫ জন। বরগুনা জেলায়ও নতুন কেউ আক্রান্ত শনাক্ত হননি। এই জেলায় মোট আক্রান্ত ৮৬৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১৩ জনসহ মোট আক্রান্ত ৬৫৯ জন। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ছয় হাজার ৬২ জন।
যারমধ্যে বরিশাল জেলায় দুই হাজার ৫৯১ জন, পটুয়াখালী জেলায় একহাজার ১০৫ জন, ভোলা জেলায় ৫৮১ জন, পিরোজপুর জেলায় ৬৯৯ জন, বরগুনা জেলায় ৬৮৪ জন এবং ঝালকাঠি জেলায় ৪০২ জন সুস্থ হয়েছেন। বিভাগে মোট মারা যাওয়া করোনা রোগীর সংখ্যা ১৫৯ জন। যারমধ্যে বরিশাল জেলায় ৬৩ জন, পটুয়াখালী জেলায় ৩৭ জন, ভোলায় ছয়জন, পিরোজপুর জেলায় ২০ জন, বরগুনা জেলায় ১৮ জন এবং ঝালকাঠি জেলায় ১৫ জন এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com