নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে সুস্থতার গড় বেড়ে যাওয়ায় ক্রমশই কমছে আক্রান্তের সংখ্যা। তথ্য বলছে, কোটি মানুষের আবাসস্থল বরিশাল বিভাগের ছয় জেলা মিলিয়ে গতকাল পর্যন্ত এক হাজার ৬৪৪ জন করোনা রোগী রয়েছেন। মৃত্যুবরণ করেছেন ১৫৯ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, বিগত ২৪ ঘন্টায় বিভাগে ৪০ জনের করোনা পজেটিভ এসেছে। বিপরীতে ৬৩ জন সুস্থ হয়েছেন। একইসাথে করোনা পজেটিভ কেউ মারা যাননি। বিভাগে করোনা ডেডিকেট একমাত্র চিকিৎসাকেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ছয়টি জেলা এবং ৪২টি উপজেলার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে আইসোলেশনে এখন পর্যন্ত সেবা নিয়েছেন দুই হাজার ৬৮০ জন। ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ১৯১ জন।
স্বাস্থ্য দফতর বলছে, বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর। সেদিন থেকে গতকাল (৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার পর্যন্ত ১৭৩ দিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৭০৬ জন। যারমধ্যে বরিশাল জেলায় নতুন ১৮ জনসহ তিন হাজার ১৯০ জন, পটুয়াখালী জেলায় নতুন ৮ জনসহ এক হাজার ৩৩০ জন, ভোলা জেলায় নতুন একজনসহ মোট ৬৬৯ জন, পিরোজপুর জেলায় নতুন করে কেউ শনাক্ত হননি। ফলে এ জেলায় মোট আক্রান্ত সংখ্যা রয়েছে ৯৯৫ জন। বরগুনা জেলায়ও নতুন কেউ আক্রান্ত শনাক্ত হননি। এই জেলায় মোট আক্রান্ত ৮৬৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১৩ জনসহ মোট আক্রান্ত ৬৫৯ জন। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ছয় হাজার ৬২ জন।
যারমধ্যে বরিশাল জেলায় দুই হাজার ৫৯১ জন, পটুয়াখালী জেলায় একহাজার ১০৫ জন, ভোলা জেলায় ৫৮১ জন, পিরোজপুর জেলায় ৬৯৯ জন, বরগুনা জেলায় ৬৮৪ জন এবং ঝালকাঠি জেলায় ৪০২ জন সুস্থ হয়েছেন। বিভাগে মোট মারা যাওয়া করোনা রোগীর সংখ্যা ১৫৯ জন। যারমধ্যে বরিশাল জেলায় ৬৩ জন, পটুয়াখালী জেলায় ৩৭ জন, ভোলায় ছয়জন, পিরোজপুর জেলায় ২০ জন, বরগুনা জেলায় ১৮ জন এবং ঝালকাঠি জেলায় ১৫ জন এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে।
Leave a Reply