করোনাভাইরাস মহামারীতে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে গোটা বিশ্বের শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেশটিতে বেজে উঠেছে প্রেসিডেন্ট নির্বাচনের দামামা।
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য এ ভোট কেন্দ্র করে দুই বড় দল ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট শিবির এখন ব্যস্ত সময় পার করছে প্রচারে। দেশের এই মাথা থেকে ওই মাথা ছুটে বেড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
প্রতিনিয়তই দুজনের মধ্যে চলছে নানা ইস্যুতে তর্ক। এর মধ্যেই গোটা যুক্তরাষ্ট্রে তুমুল আলোড়ন ফেলেছে কৃষ্ণাঙ্গ হত্যার বিরুদ্ধে ‘ব্লাক লাইভস ম্যাটার’ আন্দোলন, যা এখন পরিপূর্ণ বর্ণবাদবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। কিন্তু এত বড় একটি ইস্যু ছাপিয়েও মার্কিন রাজনীতিতে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে দেশের কোভিড পরিস্থিতি।
ফলে অনেকেই বলছেন, অন্য সব ইস্যু ছাড়িয়ে আসন্ন ৪৯তম এ মার্কিন নির্বাচনে জয়ের ট্রাম্পকার্ড হয়ে দাঁড়াতে পারে কোভিড রাজনীতি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত মে মাসেই বলে দিয়েছেন- আসন্ন নির্বাচনে করোনাই হতে পারে প্রধানতম ইস্যু।
Leave a Reply