রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০২ অপরাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
দুই দিনের সফরে আজ বরিশাল আসছেন অতিথি গ্রুপ অব কোম্পানির এমডি লায়ন সাইফুল ইসলাম সোহেল  পিরোজপুর ভান্ডারিয়ার যুব মহিলা লীগ নেত্রী জুথি গ্রেফতার গৌরনদীতে তিন দফা দাবি আদায়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমানসহ বিএনপি নেতারা খালাস পাওয়ায় গৌরনদীতে আনন্দ মিছিল বরিশালের বাকেরগঞ্জসহ চারটি থানা এবং উপজেলায় নাগরিক কমিটি গঠন   আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা অনেকেরই ভালো লাগেনা-এম. জহির উদ্দিন স্বপন তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ৫ সদস্যের বরিশাল মহানগরে আহ্বায়ক কমিটি গঠন
সুপ্রিম কোর্ট বারে ফের বিএনপির জয়নুল-খোকন

সুপ্রিম কোর্ট বারে ফের বিএনপির জয়নুল-খোকন

দখিনের খবর ডেক্স ॥ সভাপতি, সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কর্তৃত্ব ধরে রেখেছে বিএনপি-জামায়াত সমর্থকরা। বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন টানা দ্বিতীয়বার সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। আর বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন টানা ষষ্ঠবারের মত সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ দুটি শীর্ষ পদসহ সমিতির ১৪টি পদের দশটিতেই বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল বা নীল প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন। আর আওয়ামী লীগ সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বা সাদা প্যানেল পেয়েছে একটি সহসম্পাদক ও তিনটি সদস্য পদসহ মোটে চারটি পদ। আগামী এক বছর এই নতুন কার্যনির্বাহী কমিটিই দেশের শীর্ষ আদালতের আইনজীবী সমিতির নেতৃত্ব দেবে। গতবারের নির্বাচনে সমিতির ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ আটটিতে জয়ী হয় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। অন্যদিকে ক্ষমতাসীনদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) পেয়েছিল ছয়টি পদ। এবার আরও দুটি কমল। গত বুধ ও গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ২০১৮-১৯ সেশনের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩৩ জন। ভোট গণনার পর নির্বাচন পরিচালনা উপ-কমিটির সমন্বয়ক এ ওয়াই মশিউজ্জামান গতকাল শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, সমিতির ৬ হাজার ১৫২ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৮৬৫ জন দুই দিনে ভোট দিয়েছেন। অর্থাৎ ভোট পড়েছে ৭৯ শতাংশের বেশি। এ নির্বাচনে সব মিলিয়ে মোট ৩৩ জন প্রার্থী হলেও বরাবরের মতই প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে। শীর্ষ পদে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। সভাপতি পদে জয়নুল আবেদীন জয় পেয়েছেন মাত্র ৫৪ ভোটের ব্যবধানে। তার পাওয়া ২ হাজার ৩৬৯ ভোটের বিপরীতে সাদা প্যানেলের প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন পেয়েছন ২ হাজার ৩১৫ ভোট। সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন তার প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের শেখ মো. মোরশেদের চেয়ে ৪৪১ ভোট বেশি পেয়েছেন। খোকনের ২ হাজার ৬১৬ ভোটের বিপরীতে মোরশেদ পোয়েছেন ২ হাজার ১৭৫ ভোট। সহসভাপতির দুটি পদই গেছে নীল প্যানেলের দখলে। বিজয়ীরা হলেন মো. গোলাম মোস্তফা ও মো. গোলাম রহমান ভূঁইয়া। এ প্যানেল থেকে নাসরিন আক্তার কোষাধ্যক্ষ ও কাজী মোহাম্মদ জয়নাল আবেদীন সহসম্পাদক। আর সাতটি সদস্য পদের মধ্যে নীল প্যানেলের প্রার্থী মাহফুজ বিন ইউসুফ, মো. আহসান উল্লাহ, মো. শফিউল আলম মাহমুদ ও মো. মেহেদি হাসান নির্বাচিত হয়েছেন। সাদা প্যানলের প্রার্থীদের মধ্যে মো. আবদুর রাজ্জাক সহসম্পাদকের দুটি পদের একটিতে বিজয়ী হয়েছেন। আর এ প্যানেলের প্রার্থী আশরাফুল হাদী, শাহানা পারভীন ও শেখ মো. মাজু মিয়া সদস্য পদে জয় পেয়েছেন। সাদা ও নীল প্যানেলের বাইরে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ইউনুছ আলী আকন্দ ও শাহ খসরুজ্জামান। সহ-সভাপতি পদে মো. আবদুল জব্বার ভুইয়া, সম্পাদক পদে মোহাম্মদ আবুল বাসার ও সদস্য হিসেবে তাপস কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তাদের কেউ জয়ের দেখা পাননি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com