ময়মনসিংহে প্রকাশ্যে দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে দিনভর নির্যাতন করা হয়। এলাকাবাসীর অনেকেই ঘটনা দাঁড়িয়ে দেখেছেন কিন্তু সাহায্যে এগিয়ে আসেনি কেউ। মোবাইলে ধারণ করা এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। আজ রোববার ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুজন হলেন চর ভবানীপুর গ্রামের গোলাম মোস্তফা ও সফর আলী। তবে আব্দুল জলিল নামে আরেক অভিযুক্ত এখনো পলাতক রয়েছে।
গত বৃহস্পতিবার ময়মনসিংহ সদরের চর ভবানিপুর এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার চর ভবানিপুর এলাকার প্রভাবশালী গোলাম মোস্তফার মেয়ের মোবাইল চুরি হয়। চোর সন্দেহে পরদিন বৃহস্পতিবার ভোরে একই এলাকার দুই শিশু ফয়সাল ও রাকিবকে ধরে আনা হয় ছফির উদ্দিনের বাড়িতে। পরে তাদের গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়।
ওই শিশুদের স্বজন মারধরে বাধা দিতে গেলে তাদের ওপরেও হাত তুলে নির্যাতনকারীরা। দিনভর নির্যাতনের পর সন্ধ্যায় কিশোর ফয়সালকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
আরেক ভুক্তভোগী রাকিবের মা কমলা খাতুন বলেন, ‘আমার ছেলেকে অনেক মেরেছে।’
নির্যাতনের ঘটনায় ফয়সালের মা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত নয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ‘আরেক অভিযুক্ত ওয়াজ উদ্দিনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’
ওসি ফিরোজ তালুকদার বলেন, ‘ফয়সাল নানা অপরাধের সঙ্গে জড়িয়ে ছিল। এর আগে তাকে কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে কিছুদিন আগে আসে সে।’
তিনি বলেন, ‘ছেলেরা অপরাধ করেছে কিনা সেটা ভিন্ন বিষয়। কিন্তু কাউকে মারধর করা অপরাধ। আমরা অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপরতা চলছে।’
Leave a Reply