বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন কমপক্ষে ৮ লাখ ৮২ হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের মোট ৫০ টি রাজ্যের মধ্যে ২২টিতেই করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, এ সময়ে সুস্থ হয়েছেন কমপক্ষে এক কোটি ৮০ লাখ মানুষ। জাতিসংঘের ফাঁস হওয়া ডকুমেন্ট অনুযায়ী, সিরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতিসংঘের দুই শতাধিক স্টাফ। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, হন্ডুরাসের অর্থমন্ত্রী মারকো মিডেন্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ কথা জানিয়েছেন।
Leave a Reply