বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে এলজিইডি’র অর্থায়নে ব্রিজের আদলে কালভার্ট নির্মাণ করে এপ্রোচ না করায় কালভার্টে উঠতে বাঁশ ও ও কাঠের সাঁকো ব্যবহার করে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। জানা গেছে অরিয়েন্ট ট্রেডার্স নামের বরিশালের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কালভার্ট নির্মাণের কাজ পায়। ১৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে এ কালভার্টটি গত কয়েক মাস পূর্বে নির্মাণ করা হলেও এর এপ্রোচ নির্মাণ না করায় স্থানীয়রা বাঁশ,সুপারী গাছ ও কাঠের সাঁকো তৈরী করে এর ওপর থেকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
বিশেষ করে প্রসূতি নারী,শিশু ও বৃদ্ধজনদের কালভার্ট দিয়ে এভাবে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন কোভিড-১৯ প্রাণঘাতি নভেল করোনাভাইরাস ও অতি বর্ষণের কারণে নির্ধারিত সময়ে কালভার্টের এপ্রোচ নির্মাণ করতে পারেননি ঠিকাদার। আগামী এক সপ্তাহের মধ্যে এপ্রোচ নির্মাণ করে কালভার্টটি যান ও জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করে তুলতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। অরিয়েন্ট ট্রেডার্সের সত্ত্বাধীকারীর ছেলে ও কাজ দেখভালের দায়িত্বে থাকা তামিম হাসান একই কথা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে কালভার্টের এপ্রোচ করে দেওয়া হবে বলে জানান।
Leave a Reply