চরফ্যাসন প্রতিনিধি ॥ চরফ্যাসনে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার চরফ্যাসন উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ দিবসটি উদযাপন করা হয়। উপজেলা চত্তর থেকে র্যালী বের হয়ে চরফ্যাসন সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ছাদেক হোসেন মিয়া, মধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলনপ্রমুখ।
Leave a Reply