েেগৗরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার নাজিরপুর সংকরপাশা গ্রাম থেকে ৬ ফুট লম্বা একটি গাঁজা’র গাছসহ নাঈম ফকির (২৪) নামের এক গাঁজাচাষীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানাগেছে, থানার এসআই কে.এম আব্দুল হক, এএসআই এস.এম আসাদুল ইসলাম, এএসআই মোঃ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ সোমবার দিবাগত রাত ১২টার পর মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল করতে বের হন। ওইদিন রাত ২টার দিকে উপজেলার পিঙ্গলাকাঠী বাজারে অবস্থানকালে তারা গোপন সুত্রে খবর পান যে, উপজেলার নাজিরপুর সংকরপাশা গ্রামের আবুল কালাম ফকিরের বসত ঘরের পশ্চিম পাশে বাধরুমের দেয়োল ঘেষে একটি গাঁজা’র গাছ চাষ করা হয়েছে। কালাম ফরিরের ছেলে নাঈম ফকির গাছটি রোপন ও পরিচর্যা করে বড় করে তুলেছেন। এ খবর পেয়ে পুলিশের দলটি রাত পৌনে ৩টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে ৬ ফুট লম্বা গাঁজা’র গাছটি উদ্ধার ও নাঈম ফকিরকে গ্রেফতার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের জনৈক বাসিন্ধা জানান, তাদের গ্রামে গাঁজা’র চাষ হচ্ছে এবং গাঁজাচাষী পুলিশের হাতে গাঁজা’র গাছসহ গ্রেফতার এ রকম খবর আসপাশে ছড়িয়ে পড়লে ওই রাতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক জনতা গাঁজা’র গাছসহ পুলিশের হাতে আটক গাঁজাচাষী নাঈম ফকিরকে দেখতে ওই রাতেই সেখানে ভির করে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, এ ঘটনায় থানার এসআই কে.এম আব্দুল হক বাদী হয়ে গাঁজাচাষী নাঈম ফকিরকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার হওয়া গাঁজাচাষী নাঈম ফকিরকে গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেন।
Leave a Reply