রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ ॥ বাকেরগঞ্জ পৌরসভার রুনসী গ্রামে অবৈধ পলিথিন গোডাউনে অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। বাকেরগঞ্জ পৌরসভার রুনসী গ্রামের জাহিদ হাওলাদারের বাগান বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ জনকে দুই মাসের কারাদ- এবং প্রায় ৫-৬ লক্ষ টাকার পলিথিন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। বাকেরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মোঃ তরিকুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম জানান, অবৈধ পলিথিন ক্রয় বিক্রয় করার কারণে আটক উজ্জলকে ২ মাসের কারাদ- দেয়া হয়। জব্দকৃত পলিথিন সাথে সাথে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়। তিনি আরো জানান অবৈধভাবে কেউ পলিথিন রপ্তানি ও বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply