নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাশ বলেছেন, আমরা করোনা থেকে ধিরে ধিরে অনেকটা স্বাস্থ্য ঝুকি থেকে বেড় হয়ে আসতে শুরু করেছি। বিভিন্ন রাষ্ট্রগুলো করনা নিয়ে যেভুল করেছে আমাদের প্রধানমন্ত্রী সে ভুল করেনি বলেই আমরা তার সঠিক দিক নির্দেশনায় করোনাকে সঠিকভাবে মোকাবেলা করতে পেরেছি। তিনি আরো বলেন তৃনমূল প্রর্যায়ে এখনো অনেক অসহায় মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে আছে। খেয়াল রাখবেন যেন সমন্বয়হীনতার কাজের মাধ্যমে এসব মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয়। এসময় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পরিচালক আরো বলেন, আমাদের সংক্রমনের হার অনেকটা কমে এসেছে। তারপরেও আমাদের সাবধান থাকতে হবে। আমরা কোভিডকে নিয়ন্ত্রন রাখতে না পারলে আমাদের সাফল্য অর্জন করতে পারব না। তাই সকলেই সঠিকভাবে মাক্স ব্যবহার করা থেকে সড়ে দাড়াবেন না। পাশাপাশি আজকের এই কর্মশালা প্রশিক্ষনের মাধ্যমে আপনারা তৃনমূল প্রর্যায়ের আসহায় সাধারন মানুষদের মাঝে স্বাস্থ্য সেবা পৌছে দেবার জন্য আহবান জানান। বৃহস্পতিবার সকাল ১১ টায় নগরীর সিন্ডবি সড়কস্থ সেন্ট বাংলাদেশ নঙর ভবন কার্যলয়ে ব্রিটিস সরকারের এফসিডিও অর্থয়িনে,কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ববধায়নে ও পাটনারর্স ইন হেলর্থ এন্ড ডেভেলপেমেন্ট (পিএইচডি);র ব্যবস্থপনায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যবশ্যকীয় স্বাস্থ্যসেবা মাঠ প্রর্যায়ে সেবাদান কারীদের জন্য ইএসপি ৫ দিন ব্যপি প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধনী আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক আঃ ছালামের সভাপতিত্বে কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন,বরিশাল বিভাগীয় পারিবার পরিকল্পনা সহকারী পরিচালক মোঃ সহিদুল ইসলাম,ইএইচডি প্রকল্প টিম লিডার সমুহাম্মদ এহসানুল হক,পিএইচডি,ফিনাসিং এডভাইজার মোঃ জাকির হোসেন, হেলর্থ ফিনাইসিং এডভাইজার, কনসার্ন ওয়াল্ডওয়াইড, ইএইচডি মোঃ শাখাওয়াত হোসেন,ইএইচডি প্রকল্প কর্মসূচি সমন্বয়কারী মোঃ মোমেন খাঁন। প্রশিক্ষণ কর্মশালায় বরগুনা, পটুয়াখালী, কলাপাড়া, ভোলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা উপজেলা প্রর্যায়ের কর্মকর্তারা রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য বিভাগীয় পরিচালক বাসুদের কুমার দাস, উপজেলার সকল সিএইচসিপি স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারীদেরকে ৫দিনের “প্রতিবন্ধী বান্ধব অত্যবশ্যকীয় স্বাস্থ্যসেবা” বিষয়ক প্রশিক্ষণ মাঠ প্রর্যায়ের স্বাস্থ কর্মীদের দক্ষতা বৃদ্দি ও কাজের গতিশীলতা একটি বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আসা। পাশাপাশি একই সাথে ইএইচডি প্রকল্পের যেকোন সহায়তার প্রয়োজন হয় তা রক্ষা করার প্রতিশ্রুতি দেন।
Leave a Reply