নিজস্ব প্রতিবেদক ॥ অবশেষে পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। বুধবার তারা নগরীর হাটখোলা, বাজার রোড এবং পেঁয়াজ পট্টিসহ বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং করেছেন। তবে এসময় কোন প্রতিষ্ঠানকে জরিমানা না করা হলেও তাদেরকে অহেতুকভাবে মূল্য না বাড়ানোর বিষয়ে সতর্ক করেছেন। এর আগে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এর নির্দেশে বুধবার বেলা ১২টার দিকে মোবাইল কোর্ট অভিযানে নামে জেলা প্রশাসন। যার নেতৃত্বে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। এসময় তিনি বিভিন্ন হাটখোলা পেঁয়াজ পট্টির পাইকারি দোকানগুলোতে ক্রয় রশিদ যাচাই বাছাই করেন। যাচাই বাছাইকালে এলসি পিঁয়াজ ৬০ টাকা দরে ক্রয় করে তা সঠিকভাবে ৬৫ টাকা দরে বিক্রি করতে দেখেন। বিক্রিতে কোন ধরনের অনিয়মের প্রমাণ না পাওয়ায় কোন ব্যবসায়ীকে জরিমানা করেননি তিনি। তবে সকল ব্যবসায়ীকে অহেতুক প্যানিক সৃষ্টি করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি না করার বিষয়ে সতর্ক করেছেন। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদার। অভিযানকালে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা করে।
Leave a Reply