নিজস্ব প্রতিবেদক ॥ মহামারী করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসা সহায়তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২১ সদস্য ঢাকায় গমন করেছেন। কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার(১৯ সেপ্টেম্বর) ভোররাতে বিএমপি পুলিশের নিজস্ব পরিবহনে ২১ পুলিশ সদস্য বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্য গমন করেন সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা আরও জানান,মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের প্লাজমা দিতে সম্মুখযোদ্ধা হিসেবে তারা ঢাকায় গমন করেছেন।তাদের রক্তের গ্রুপ ৫ জন (এ) পজিটিভ, ১০ জন (বি)পজিটিভ, ৫ জন(ও)পজিটিভ এবং ১জনের (ও) নেগেটিভ। প্লাজমা দেয়া শেষ হলে উক্ত পুলিশ সদস্যদের আজকেই বরিশাল ফেরার কথা রয়েছে।
Leave a Reply