নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শহরের রিক্সা-ভ্যান-ঠেলাগাড়ি চালকদের বকেয়া লাইসেন্স নবায়ন ফি মওকুফ করে হালনাগাদ করা, সুদমুক্ত নবায়ন করা, শহরের সকল রাস্তাঘাট সংস্কার ও প্রতি বছরের জুন-জুলাই মাসের মধ্যে রিক্সা-ভ্যান ঠেলাগাড়ির ভাড়া নির্ধারণসহ ৭ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল রিক্স-ভ্যান-ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন মহানগর কমিটির আয়োজনে নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সামনর একর্মসূচি পালিত হয়। মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা এ্যাড. এ.কে আজাদ, আখতার হোসেন শপ্রু, শ্যামল দত্ত, তুষার সেন, অপূর্ব গৌতম প্রমুখ। পরে দাবি আদায়ের লক্ষে শ্লোগান দিয়ে নগলীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।
Leave a Reply