মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিলসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর বরিশাল আদালতে মামলাটি দায়ের করেন মরিয়ম বেগম নামের এক নারী। এ মামলায় শাকিল ছাড়াও আওলাদ হোসেন আমু ও অমিত দাসসহ ৬ জনকে আসামি করা হয়েছে।
এর প্রতিবাদে বিক্ষোভ পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আর আগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাতারহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার ঈদগাহ মাঠে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন খন্দকার, সাধারণ সম্পাদক রিপন দেবনাথ, প্রচার সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক রাকিব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী কান্তা দেবনাথ, রোকসনা বেগম, মিতা রাণী দাস, ফরিদা জেসমিন জেবা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সোহেল মোল্লা, সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনির জমাদ্দার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার প্রমুখ। সভায় বক্তারা বলেন, মানসিক ভারসাম্যহীন এক নারীকে দিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ছয় জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে একটি মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে এই মামলা দায়ের করা হয়েছে। তাই অবিলম্বে ষড়যন্ত্রমূলক এই মামলা প্রতাহারসহ ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বক্তারা।
Leave a Reply