আগৈলঝাড়া প্রতিনিধি ॥ মুজিববর্ষ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে উপজেলার ৫টি ইউনিয়নের স্কুল, কলেজ, ক্রীড়া সংগঠন ও ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক সরদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এসময় উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত বলেন, মুজিববর্ষ উপলক্ষে বর্তমান সরকার খেলার মান উন্নয়নের জন্য বিভিন্ন স্কুল, কলেজ, ক্রীড়া সংগঠন ও ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন। যাতে শিক্ষার্থীরা খেলা বাদ দিয়ে মাদকের দিকে যেতে না পারে। সেই জন্য বর্তমান সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন।
Leave a Reply