আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, স্থানীয় একটি এনজিও থেকে টাকা নিয়ে সেই টাকা পরিশোধ না করার মামলা যার নং- সিআর-২৪৮/১২ উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মৃত মহব্বত আলী বেপারীর ছেলে আবু কালাম বেপারীকে রোববার রাতে তার নিজ এলাকা থেকে এসআই রফিকুল ইসলাম গ্রেফতার করে। ওই মামলায় আদালতের বিচারক আবু কালাম বেপারীকে তার অনুপস্থিতে ৩ দিনের কারাদন্ড প্রদান করেন। এব্যাপারে এসআই রফিকুল ইসলাম বলেন, আদালতের রায়ের পর থেকে আবু কালাম বেপারী পলাতক ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে আবু কালামকে গ্রেফতার করে সোমবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply