মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশাল-৪ আসনের সংসদ সদস্য, স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক পংকজ নাথ’র কোভিড-১৯ থেকে আশু রোগমুক্তি কামনায় মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের আয়োজনে গতকাল সন্ধায় দলীয় কার্যালয়ে দোয়া মিলাদ পড়ানো হয়। এতে সংগঠনটির সভাপতি ইউপি সদস্য কাজী সামছুল আলম সভাপতিত্ব করেন। বুধবার এ উপলক্ষে কোরআন খানি, দোয়া ও মিলাদ পড়ানো হয়।
উক্ত দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সভাপতি কাজী সামছুল আলম ছাড়াও ওই ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ ভারপ্রাপ্ত সভাপতি কৃষ্ণ পদ, ২নং ওয়ার্ড ইউপি সদস্য জয়নাল আবেদীনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার মুসল্লীরা। দোয়া মিলাদ’র আগে কোরআন খানী করা হয়। উল্লেখ কাজী সামছুল আলমের উদ্যােগে এমপি পংকজ নাথ’র রোগমুক্তি কামনায় এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিনিয়ত দোয়া মিলাদ পড়ানো হচ্ছে।
Leave a Reply