আরিফুল ইসলাম ॥ চলছে পবিত্র রমজান। ঈদের বাকি আর মাত্র ২৪/২৫ দিন। তাই নগরীতে বসবাসরত জনসাধারনের জন্য রমজানের প্রথম থেকেই নিরাপত্তার প্রস্তুতি শুরু করেছে নগর পুলিশ। প্রথম রমজান থেকেই মেট্টোপলিটনের ৪ থানা ও ডিবি পুলিশ ওই অভিযান চালাতে থাকে। যাতে করে এখন পর্যন্ত সাধারন মানুষের মনে স্বস্থি কিছুটা আসলেও গত রোববারে নগরীতে একটি ডাকাতির ঘটনায় আবারো নগরবাসীর মনে আতংক বিরাজ করছে। তবে নগর পুরিশের বর্তমান ভারপ্রাপ্ত কমিশনার মোঃ মাহফুজুর রহমানের দুরদর্শীতার কারনে নগরবাসীর মনে চুরি ছিনতাইয়ের যে আতংক রয়েছে সেগুলো কমিয়ে আনতেই মাঠ পর্যায়ের পুলিশের ওই অভিযান বলে জানানো হয়েছে। বরিশাল মেট্টোপলিটন ঘোষনা হওয়ার পরেও দীর্ঘ দিন যাবৎ একটি মাত্র থানা (কোতয়ালী মডেল থানা) দিয়ে পুরো এলাকার মানুষের সেবা কার্যক্রম পরিচালনা করা হলেও সাধারন মানুষের দোড় গোড়ায় পুলিশী সেবা পৌছে দেয়ার জন্য এক থানা এলাকা ভেঙ্গে ৪ থানা করা হয়। এর পরই শুরুহয় মানুষকে সেবা দানের নতুন নতুন কৌশল। যে কারনে মেট্টোপলিটন এলাকায় ২৪ ঘন্টাই পুলিশী টহল ব্যবস্থা থাকে। কিন্তু সেই টহল ব্যবস্থা স্বাভাবিক উপায়ে জোড়ালো ভুমিকা পালন না করায়ন নগরীতে প্রায়ই ঘটে চুরি, ছিনতাই, ডাকাতি, মারামারি সহ নানান অপরাধ মুলক কাজ। যার উদাহারন স্বরুপ দেখা গেছে, গত ক’দিন আগে কাউনিয়া থানা এলাকার সায়েস্তাবাদের এক গ্রামে ডাকাতি ঘটনা ঘটে। ওই ঘটনায় অজ্ঞাতনামা মামলা দায়ের করা হলেও লোক দেখানো নামে স্থানীয় একজনকে পুলিশ সন্ধিগ্নভাবে আটক করে। কিন্তু আটকের পরেও তেমন কোন তথ্র উৎঘাটন করতে পারেনী পুলিশ। সেই ঘটনার রেশ ঘরেই গত রোববার গভীর রাতে মেট্টো ডিবি পুলিশের সাথে সায়েস্তাবাদের এক নির্ঝন এলাকায় কতিত বন্ধুক যুদ্ধে এক জন নিহত হয়। পুলিশের দাবি নিহত আবুল কাশেম ডাকাত দলের সদস্য। কিন্তু ছোট্ট এই মেট্টোপলিটন এলাকায় ৪ থানা ও ডিবির ৪ টিম জনগনের জানমাল রক্ষার্থে কাজ করলেও ওই রাতেই নগরীর ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নোমান মল্লিকের বাসায় স্বসশ্র ডাকাতির ঘটনা ঘটে। অথাৎ একদিকে ডিবির এসআই দেলোয়ার ডাকাতের সাথে গভীর রাতে নদীর পাড়ে বসে বন্ধুক যুদ্ধ করে ,অপর প্রান্তে টহলকৃত পুলিশের চোখ ফাকি দিয়ে এক দল ডাকাত সাবেক কাউন্সিলরের বাসায় ডাকাতি করে। সচেতন মহল মনে করছে, টহলের নামে রাস্তা দিকে পুলিশ শুধূ গাড়ি চালিয়েই যায়, গাড়ী থামিয়ে এলাকার তেমন খোজ খবর নেয়না। এ কারনে হঠাৎ চুরি বা অনান্য অপরাধের সংখ্যা বেড়ে যাওয়ায় গত ২ বছর আগে প্রত্যেক পুলিশকে টর্সলাইট ব্যবহার বাধ্যতামুলক করা হয়েছিল। এর কারন প্রত্যেক পুলিশই প্রতিটি অলিগলিতে লাইটের আলোতে জনগনের নিরাপত্তার কাজটি সহজ করবে। কিন্তু সময়ের বিবর্তনে সেই নিয়ম হারিয়ে যায়। যে কারনে টহলে থাকা পুলিশ সদস্যরা টহলই দেয় কিন্তু অপরাধ প্রবনতা কমাতে পারছেনা। বিষয়টি মাথায় রেখে বর্তমান নগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার অতিরিক্ত ডিআইডি মোঃ মাহফুজুর রহমান নতুন কৌশল অবলম্বন করে রমজানের প্রথম থেকেই শুরু করেছে নগরীর গুরুত্বপুর্ন মোড়ে মোড়ে চেকপোষ্ট তল্লাসী। যদিও এখন পর্যন্ত তেমন কোন উদ্ধার অভিযান হয়নী তবে এলাকা শান্ত রয়েছে। দুই একটি বিছিন্ন ঘটনা ছাড়া তেমন অপরাধ প্রবনতা চোখে পড়ছেনা। অপর দিকে বরিশাল থেকে মাদক বিক্রেতা ও সেবনকারিদের নিমূল করার পরিকল্পনা হাতে নিয়ে পুলিশ কাজ করছে বলে এক সংবাদ সম্মেলনে জানান ভারপ্রাপ্ত কমিশনার অতিরিক্ত ডিআইডি মোঃ মাহফুজুর রহমান। সেলক্ষেই মেট্টোপুলিশকে নতুন করে কৌশল নিয়ে কাজে লাগাচ্ছে ওই কর্মকর্তা। তবে নগরবাসি এখন তাকিয়ে রয়েছে আগামী ঈদে পর্যন্ত কতটুকো নিরাপত্তা দিতে পারবে নগর পুলিশের সিনসিয়ার পুলিশ কর্তা।
Leave a Reply