দশমিনা প্রতিনিধি ॥ পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন চরহোসনাবাদ আয়রণ ব্রিজটি লক্কর-ঝক্কর হওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। এ ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা, সেক্ষেত্রে প্রাণহানির আশঙ্কা করছেন ওই এলাকার ভুক্তভোগীরা। ঝুঁকিপূর্ণ আয়রণ ব্রিজটির বেহাল দশা নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়। তবে ঠিক কত বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল তার সঠিক জবাব কেউ দিতে পারেনি। তবে স্থানীয়দের ধারণা, ২০ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। এরপর আর সংস্কার করা হয়নি। ফলে বর্তমানে ব্রিজটি খুব ঝুঁকিতে রয়েছে। এলাকাবাসী ও বিভিন্ন যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটির এক কিলোমিটারের মধ্যে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। অন্যদিকে, ব্রিজের পশ্চিম পাশেই রয়েছে স্ব-মিল। প্রতিদিন বহু ভারী গাছ বহন করা বাহন ব্রিজটি দিয়ে পারাপার হচ্ছে। এতে করে ঝুঁকির মাত্র কয়েকগুণ বেড়ে যাচ্ছে। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ ও দশমিনা সদরের কয়েক হাজার বাসিন্দা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় রয়েছেন। এলাকাবাসী জরুরি ভিত্তিতে ব্রিজটি দিয়ে ভারী যান চলাচল বন্ধ ও সম্পূর্ণ নতুন একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন জানান, অতিদ্রুত নতুন একটি ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Leave a Reply