কাঠালিয়া প্রতিনিধি ॥ সাগর উপকুলীয় জেলা ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গত এক সপ্তাহ যাবৎ বিরামহীন বৃষ্টি ও জোয়ারের পানিতে জনজীবন বিপর্যস্ত। সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাতের কারণে খাল-বিলের পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্ট হয়েছিল। ভাটায় খাল-বিলের কমলেও বৃষ্টিতে ক্ষেত-খামার তলিয়ে রয়েছে।পাশাপশি টানা বৃষ্টিতে পানি জমে দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রোপা আমন এবং আগাম রবি ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। কৃষকরা জানিয়েছে, ক্ষেত থেকে পানি দ্রুত না কমলে আমন ফসল মারত্মক ক্ষতির মুখে পড়বে। বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক, দিনমজুর, মৎস্যজীবীসহ সাধারণ মানুষ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুল হক জানান, চলতি মৌসুমে জেলায় ৪৮ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্ত কয়েক দফা ভারী বর্ষণ এবং নদীর পানি বৃদ্ধির কারণে এখনও রোপণ শেষ হয়নি। বন্যার প্রভাব কমে গেলে বাকি জমি রোপণ শেষ করা যাবে বলে মনে করছে জেলা কৃষি বিভাগ।
Leave a Reply