নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে চার হোটেল ও রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুর ১টার দিকে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মহাম্মদ আলী সুজা’র নেতৃত্বে বরিশাল নদী বন্দর সংলগ্ন চরকাউয়া খেয়াঘাটে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। জরিমানা দেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে হোটেল জমজমকে ২ হাজার টাকা, মা রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, হোটেল আব্দুল রাজ্জাককে ৩ হাজার টাকা এবং মায়ের দোয়া হোটেলে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউসন অফিসার ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আলী সুজা জানিয়েছেন, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান’র নির্দেশে চরকাউয়া খেয়াঘাট এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন তিনি। এসময় রান্না ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং একই ফ্রিজে রান্না করা এবং কাচা খাবার রাখার অপরাধে ওই চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনসার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply