মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ বরিশাল ৪ আসনের সংসদ সদস্য স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পংকজ নাথ’র রোগমুক্তি কামনায় মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সোমবার বাদ আসর দোয়া ও মিলাদ পড়ানো হয়। এদিন উপজেলা জাতীয় পার্টির অফিস কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবু মুসা। উপস্থিত ছিলেন সদস্য সচিব আক্কাস আলী সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক সুমন ফরাজি, পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ ফারুক বেপারী, উপজেলা জাতীয় পার্টির নেতা জহির উদ্দীন খান, মোঃ রুমান ফকির, মাসুদ ভূইয়া, রুহুল আমীন জমদ্দার, দীন মোহাম্মদ ও সুমন ভুইয়াসহ আরো অনেকে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা সংকট মোকাবেলায় খাদ্য সামগ্রী নিয়ে সার্বক্ষণিক মানুষের পাশে থাকা মাননীয় সংসদ সদস্য পংকজ নাথ এমপি মহোদয় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হন, তার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের পেশ ঈমাম মাওলানা আব্দুল মতিন।
Leave a Reply