মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জের মেঘনাসহ বিভিন্ন নদীতে নৌ -পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ কারেন্ট জাল আটক করেন। গত শনিবার ও সোমবার ২দিনে অভিযানে আটক করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আর টানা জালের ২দিনের ১৩কেজি মাছ স্থানীয় ২টি এতিমখানায় বিতরণ করা হয়। এতিমখানা ২টি হলো, দেশখাগকাটা রহিমা খাতুন নুরানি ও হাফেজিয়া এতিমখানা মাদরাসা, অপরটি হলো খন্তখালী কাজী আদর্শ হাফেজি মাদরাসা ও এতিমখানা। মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ স্টেশন’র নৌ-পুলিশের ইনচার্জ এস আই মোঃ শাখাওয়াত হোসেন, এ এস আই শেখ মঈন উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এতে শনিবার প্রায় ১লাখ মিটার ও সোমবার ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার মূল্য প্রায় ২০ লাখ টাকা হবে বলে জানায় মৎস্য বিভাগ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পীযুষ চন্দ্র দে’র নির্দেশে ওই এলাকায় আগুনে পুড়িয়ে আটকৃত জাল ধ্বংস করা হয়। ষ্টেশন ইনচার্জ এস আই মোঃ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানায় ইনচার্জ।
Leave a Reply