কুয়েতের ১৬তম আমির হিসেবে শপথ নিয়েছেন শেখ নওয়াফ আল-আহমদ আল-সাবাহ। আজ বুধবার তিনি দেশটির পার্লামেন্টে নতুন আমির শপথগ্রহণ করেন। আধুনিক কুয়েতের স্থপতি হিসেবে পরিচিত কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহর মৃত্যুর পর দেশটির যুবরাজ নতুন দায়িত্ব নিলেন।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
আমিরের মৃত্যুতে কুয়েত সরকার গতকাল ২৯ সেপ্টম্বর থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে তিনদিনের জন্য সকল অফিস আদালতের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে শারীরিক জটিলতার কারণে চিকিৎসা নিতে ফের যুক্তরাষ্ট্র যান শেখ সাবাহ। তার অবর্তমানে রাষ্ট্রীয় দায়িত্বের ভার পালন করেন তার ভাই শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ। তিনিই আজ আমির হিসেবে শপথ নিলেন।
প্রসঙ্গত, শেখ সাবাহ নানামুখী সংকটে জর্জরিত মধ্যপ্রাচ্যে ছিলেন অন্যতম মধ্যস্থতাকারী। মধ্যপ্রাচ্যের দেশগুলোর টানাপড়েন ও সংঘাতে মধ্যস্থতায় প্রায়ই এগিয়ে আসতেন তিনি।
Leave a Reply