নিজস্ব প্রতিবেদক ॥ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির প্রধান ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ’র হার্ট অ্যাটাক হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) এনজিওগ্রাম করার পর তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে চিকিৎসকরা একথা বলেছেন। আবুল হাসানাতের ব্যক্তিগত সহকারী খায়রুল বাশার জানান, তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন তার হার্ট অ্যাটাক হয়েছে। বৃহস্পতিবার এনজিওগ্রাম করা হবে। এরপর সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরা। পারিবারিক সূত্রে জানা গেছে- মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে সংসদ ভবনের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে ৯টার দিকে মন্ত্রীকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। ৭৫ বছর বয়সের আবুল হাসানাত আবদুল্লাহ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য।’
Leave a Reply