নিজস্ব প্রতিবেদক ॥ রাষ্ট্রীয় পাটকল চালু’র মাধ্যমে আধুনিকায়ন, বিনামূল্যে টেষ্টসহ চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান এবং গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তিসহ ১০ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইউনাইটেড কমিউনিস্ট লীগ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সংগঠনের জেলা কমিটির উদ্যোগে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুল ছত্তার। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. মোহাম্মদ হারুন অর রশিদ, বরিশাল জেলা কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, মোজাম্মেল হোসেন খান, জাফর আহমেদ তালুকদার প্রমুখ। প্রধান অতিথি’র বক্তৃতায় কেন্দ্রীয় নেতা আব্দুস ছত্তার বলেন, ‘সারা বিশ্বে পাটের চাহিদা বেড়ে চলেছে। অথচ আমাদের সরকার ভারতের স্বার্থ রক্ষায় দেশের ২৫টি পাটকল বন্ধ করে দিয়েছে। সরকারের এই আত্মঘাতি সিদ্ধান্তের কারণে ৫০ হাজার পাটকল শ্রমিক, ৪০ লক্ষ পাটচাষীসহ পাটকল ও পাটচাষের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ৪ কোটি মানুষকে ক্ষতিগ্রস্থ করছে। তাই পাটকল বন্ধে সরকারের নেয়া আত্মঘাতি সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। এদিকে বিক্ষোভ সমাবেশে শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইউনাইটেড কমিটউনিস্ট লীগ। মিছিলটি সদর রোড সহ শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার টাউন হল চত্ত্বরে এসে শেষ হয়।
Leave a Reply