আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা হাসপাতালের আঞ্চলিক প্রশিক্ষন হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে এডভোকেসি ও পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিয় রতন ঘটক, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.মামুন মোল্লা, ডা. সৈকত জয়ধর, এসআই সুশান্ত কুমার, স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার, ইপিআই কর্মকর্তা মিজানুর রহমান, হাসপাতালের নার্স মৃদুলা করসহ প্রমুখ। সভায় আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়নের ১২১টি কেন্দ্রের মাধ্যমে ২৪২জন কর্মীরা নীল রং এর ভিটামিন ক্যাপসুল ৬-১১মাস বয়সী ১৬৮১জন শিশুকে ও ১২-৫৯ মাস বয়সী ১৫হাজার ৭৭৮জন শিশুকে খাওয়ানে হবে।
Leave a Reply