আল মিজান, বরগুনা ॥ বরগুনা খাদ্য গুদামের ২ খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এবং মোশারফ হোসেন এর মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বরগুনা জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল শনিবার বেলা অনুমানিক ১১টা ৫৫মিনিটের সময় চেয়ারম্যানদের ভিজিডি চাল বিতরণ কালে মাপে কম দিলে দুই কর্মকর্তার মধ্যে কথার কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও মারপিট হয়। বরগুনা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ভিজিডি চালে মাপে কম দেয়ায় আমি তাকে বাঁধা দেই এতে সে ক্ষিপ্ত হয়ে আমাকে কিল ঘুষি লাথি মারে। পরে আমি একজন শ্রমিকের সাহায্যে রিক্সাযোগে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছি। তিনি আরও জানান ২১ জানুয়ারি আমি বরগুনা খাদ্য গুদামে যোগদান করলেও অদ্যবধি তিনি আমাকে চার্জ বুঝিয়ে না দিয়ে আমার উপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। অপরদিকে বদলীকৃত খাদ্যপরিদর্শক মোশারফ হোসেন এর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেনি। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো.শহিদুল ইসলামকেও ফোনে পাওয়া যায়নি। এ ব্যাপারে বরগুনা থানার অফিসার্স ইনচার্জ এসএম মাসুদুজ জামান এর কাছে জানতে তিনি বলেন বিষয়টি আমি শুনেছি। তবে সরকারি কর্মকর্তা বিধায় অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply