মহামারি করোনাভাইরাসের শুরু থেকেই উদাসীন ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মাস্ক ব্যবহারেও মনোযোগী ছিলেন না তিনি। আবার করোনাভাইরাস নিয়ে বিভিন্ন সময় নানা বিতর্কিত মন্তব্যও করেছিলেন ট্রাম্প। এবার তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন।
এরপরই করোনায় আক্রান্ত ট্রাম্পকে খোঁচা দিয়ে কথা বলেছেন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্থী জো বাইডেন। তিনি বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এই মহামারীর গুরুত্ব বোঝাতে একটি শক্তিশালী অনুস্মারক।’
সিএনএন জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যার দিকে ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। প্রেসিডেন্ট দপ্তর থেকে বলা হয়েছে, হাসপাতালে কয়েক দিন অবস্থান করবেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের দ্রুত আরোগ্য কামনা করে জো বাইডেন বলেন, ‘এই ভাইরাসকে আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। এটা এমনি এমনিই চলে যাবে না।’
তিনি আরও বলেন, ‘দায়িত্বশীল হিসেবে আমাদেরকে আমাদের নিজেদের কাজটুকু করতে হবে। অর্থাৎ বিজ্ঞান মেনে চলতে হবে, বিশেষজ্ঞদের কথা মানতে হবে, হাত ধুতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, জনবহুল স্থানে মাস্ক পরতে হবে এবং অন্যদেরকেও এসব মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে।’
বুধবার ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকসের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সঙ্গে ওহাইওর ক্লিভল্যান্ডে প্রথম নির্বাচনী বিতর্কে অংশ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানের বিমানে সঙ্গী ছিলেন হোপ।
এদিকে, ট্রাম্পের মতো মেলানিয়া ট্রাম্পের শরীরেও করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তবে তিনি সার্বিকভাবে ভালো বোধ করছেন বলে এক টুইট বার্তায় জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের জটিলতার উচ্চ ঝুঁকিতে আছেন বলে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা। তারা বলেছেন, অনেক কারণ রয়েছে যেগুলো প্রেসিডেন্ট ট্রাম্পকে করোনাভাইরাসের গুরুতর জটিলতায় ফেলেছে। চিকিৎসকদের মতে, বয়স এবং অতিরিক্ত ওজনের কারণে কোভিড-১৯ প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে বেশি ঝুঁকি তৈরি করতে পারে।
Leave a Reply