চরফ্যাসন প্রতিনিধি ॥ চরফ্যাসন উপজেলার আছলামপুর ইউনিয়নের এক গৃহবধু এক সঙ্গে তিনটি পুত্র সন্তান প্রসব করেছেন। সোমবার ভোরে চরফ্যাসন হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা.হোসনে আরার তত্বাবধানে প্রাইভেট ক্লিনিক আধুনিক হাসপাতালে এন্ড ডায়গনস্টিক সেন্টারে তিনি নবজাতক তিনটি জন্ম দিয়েছেন বলে জানাগেছে। ডা. হোসেনে আরা জানান, বর্তমানে মা এবং নবজাতকরা সুস্থ্য আছে। প্রসতির নাম লিয়া মনি। সে চরফ্যাশন বাজারের থানা রোডস্থ জিয়া টেলিকম এর মালিক ছিদ্দিকুর রহমানের স্ত্রী। আধুনিক হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারের ম্যানেজার নুরে আলম জানান, ডেলিভারী জনিত কারণে প্রসতি রবিবার রাত পৌনে বারটায় ভর্তি হয়েছেন। সোমবার ভোরে তিনি স্বাভাবিক ভাবেই পর পর তিনটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। মা ও নবজাতকরা হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. হোসনে আরার তত্বাবধানে আধুনিক হাসপাতালে আছেন। নবজাতকদের পিতা মো. ছিদ্দিকুর রহমান প্রতিক্রিয়ায় জানান, তার স্ত্রী এই প্রথম সন্তান জন্ম দিয়েছেন। এক সঙ্গে তিনটি সন্তান ভুমিষ্ট হওয়ায় তারা স্বামী স্ত্রী উভয়ে খুশি।
Leave a Reply