উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ভিক্ষক পুনর্বাসন কর্মসূচীর আওতায় দুইজনকে ইঞ্জিন চালিত ভ্যান ও গাভীগরু বিতরণ করা হয়েছে। ৭ অক্টোবর বুধবার বেলা ১২টায় সমাজসেবা কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আওতায় প্রাথমিক পর্যায়ে ২ জনের মাঝে গরু ও ভ্যান বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ভিক্ষক পুনর্বাসন কর্মসূচীর আওতায় প্রাথমিক ভাবে ২ জনকে স্বাবলম্বী করার লক্ষে ইঞ্জিন চালিত ভ্যান ও গাভীগরু প্রদান করেন। ৪৭ হাজার টাকা মূল্যের ভ্যানগাড়ি গ্রহন করেন আবুল হাসান এবং ২৫ হাজার টাকা মূল্যের গাভীগরু গ্রহন করেন রফিক হোসেন।
Leave a Reply