নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে জেলা পর্যায়ের অফিসসমূহে ই-নথি বাস্তবায়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ৭ অক্টোবর সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে মন্ত্রিপরিষদ বিভাগ ও এসপায়ার টু ইনোভেশন প্রোগ্রাম এর সহযোগিতায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে । জেলা পর্যায়ের অফিসসমূহে ই-নথি বাস্তবায়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারসহ সরকারি অফিস সমূহের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক দুই দিনব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করেন পরে ই-নথি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।
Leave a Reply